আজকের এ নিবন্ধে আপনারা জানতে পারবেন 2024 জন্ম নিবন্ধন যাচাই করার সম্পূর্ণ গাইড। এই আর্টিকেলে আপনারা যা যা জানতে পারবেন নিচে দেওয়া হল:-

  • অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই
  • যাচাই কপি ডাউনলোড করার প্রক্রিয়া
  • জন্ম নিবন্ধন প্রিন্ট
  • bdris gov bd যাচাই করুন
  • এই রিলেটেড আরো অনেক তথ্য

আপনার কাছে যদি সামান্য একটা স্মার্টফোনও থাকে, মোট কথা আপনার কাছে ইন্টারনেট ব্রাউজিং করা যায় এমন ডিভাইস থাকলে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন

তা ছাড়া আরেকটি মজার বিষয় হচ্ছে, জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd করার পরে আপনি চাইলে পরবর্তীতে ইউজ করার জন্য জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোডও করে নিতে পারবেন।

বাংলাদেশের প্রেক্ষাপটে, জন্ম নিবন্ধন কেবল জন্মের প্রমাণই নয়, বরং একজন নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাগরিকত্ব প্রমাণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট তৈরি, চাকরির আবেদন, সম্পত্তির লেনদেন, বৈবাহিক নিবন্ধন ইত্যাদি ক্ষেত্রে জন্ম নিবন্ধন অপরিহার্য।

তাই জন্ম নিবন্ধনের তথ্য সঠিক ও নির্ভুল কিনা তা যাচাই করা অত্যন্ত জরুরি। কেননা, ভুয়া জন্ম নিবন্ধনের মাধ্যমে প্রতারণা ও অপরাধের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

এই নিবন্ধে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সহজেই যাচাই করতে পারবেন:

তবে এর জন্য আপনার নির্দিষ্ট কিছু ডকুমেন্ট বা উপাদানের প্রয়োজন পড়বে যেগুলো নিচে দেওয়া হল:-

  • ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নাম্বার
  • জন্ম তারিখ
  • এমন একটি ডিভাইস যেটাতে ইন্টারনেট ব্রাউজিং করা যায়

উপরোক্ত ডকুমেন্টস গুলো থাকলে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটা আসল না নকল এই বিষয়টা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই করুন

এর জন্য প্রথমে everify.bdris.gov.bd এই ওয়েবসাইটটি ভিজিট করুন, তারপর ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ DD MM YYYY এই ফরমেটে দিন। নিচে একটা ক্যাপচা রয়েছে ক্যাপচাটা সাবমিট করে Search বাটনে ক্লিক করে যাচাই করুন।

এই ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে নিচের ফর্মটা পূরণ করা। অর্থাৎ নিচের ফরমটা পূরণ করেও চাইলে জন্ম সনদ যাচাই করা যায়:-


উপর উল্লেখিত ফরমের মধ্যে ‌ birth registration number এর জায়গায় ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন। তারপরের ইনপুট ফরমে জন্ম তারিখ টা ‌‌‌‌‌‌yyyy-mm-dd এই ফরমেটে দিবেন। সবগুলো ইনপুট করার ফলে জন্ম নিবন্ধন যাচাই করুন বাটনে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে।

ফার্মটা সাবমিট করার পরে, আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে (ক্যাপচা বলতে একটা গাণিতিক প্রবলেম দেওয়া হবে এর সল্যুশন আপনাকে ইনপুট করতে হবে)। সুতরাং যোগফল, বিয়োগফল এবং গুনফল ইত্যাদি দিয়ে ক্যাপচাটা পূরণ করুন।

তাছাড়া আপনি চাইলে Jonmo Nibondhon Jachai প্রসেস টি সরাসরি বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাই ওয়েবসাইট থেকে করতে পারেন। এভাবেই যদি করতে চান নিচের স্টেপ গুলো ফলো করুন:-

ধাপ‌ ১ঃ bdris gov bd যাচাই ওয়েবসাইট ভিজিট করুন

জন্ম নিবন্ধন যাচাই করুন আজকের এ নিবন্ধ থেকে
Visit bdris website

প্রথমত আপনাকে বাংলাদেশ জন্ম নিবন্ধন সনদ যাচাই এর অফিসিয়াল ওয়েবসাইট https://everify.bdris.gov.bd/ এই লিংকটি ভিজিট করতে হবে। মূলত এই ওয়েবসাইটের ডাটাবেজে বাংলাদেশের সমস্ত নাগরিকের জন্ম নিবন্ধন তথ্য সংরক্ষণ করা থাকে।

ধাপ ২ঃ জন্ম নিবন্ধন নাম্বার দিন

প্রথম ধাপের নিয়ম অনুযায়ী আপনাকে প্রথমে উপর লিখিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনার সামনে নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে

bdris gov bd যাচাই করতে এই সেকশনে জন্ম নিবন্ধন নাম্বার দিন
Birth certificate number

এখান থেকে প্রথম ঘরে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে। অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নাম্বার ১৭ ডিজিটের হতে হবে, যদি ১৬ ডিজিটের হয় সেটাকে রূপান্তর করতে হবে কিংবা জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে।

এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি যদি নাম্বার দেয়ার ক্ষেত্রে কোন রকম বেশ-কম করেন তাহলে যাচাই করার ক্ষেত্রে এরর দেখাবে। তাই অবশ্যই সঠিক জন্ম নিবন্ধন নাম্বারটি প্রোভাইড করতে হবে।

ধাপ ৩ঃ date of birth দিন

নির্দিষ্ট জন্ম নিবন্ধন নাম্বার দেয়ার পরে নিচের ছবির মত একটা, ডেট অফ বার্থ দেয়ার জন্য ফিল্ড দেখতে পাবেন। এটা সঠিকভাবে জন্ম নিবন্ধন এর জন্ম তারিখ দিয়ে পূরণ করতে হবে।

সঠিক ফরমেটে জন্ম তারিখ দিন
Date of birth submit

Jonmo nibondhon verification এর সরকারি অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার জন্ম তারিখ/date of birth দেয়ার জন্য ঘর দেখতে পাবেন। এই ঘরের মধ্যে আপনার সঠিক জন্ম তারিখটা yyyy mm dd এই ফরমেটে দিতে হবে।

যেমন তারিখটা এভাবে দিবেন ‌‌‌1990-12-30 এটা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন। তাছাড়া আপনি চাইলে সরাসরি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে পারেন।

ধাপ ৪ঃ ক্যাপচা পূরণ করুন

আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে শেষবারের মতো একটা ঘর পূরণ করতে হবে আর সেটা হচ্ছে ক্যাপচা। তবে তার আগে নিচের ইমেজটি ফলো করুন

হিউমান ক্যাপচা পূরণ করুন
Submit Captcha

মূলত এখানে একদম শেষ ঘরের উপরে একটি ইমেজ রয়েছে যেটাতে একটা ম্যাথমেটিক্স দেওয়া আছে। মূলত এই Math এর সলিউশনটা আপনাকে ঘরের মধ্যে বসাতে হবে। মনে করেন এখানে যদি একটা যোগ দেয়া থাকে, তাহলে এখানে আপনাকে যোগফলটা বসাতে হবে।

লক্ষ করুনঃ এখানে ইমেজের মধ্যে একটা বিয়োগ অংক দেয়া আছে, সুতরাং এর বিয়োগফল অর্থাৎ ১০ বসিয়ে দিয়েছি। তবে আপনার ক্ষেত্রে অন্য অংক আসতে পারে, সুতরাং সেভাবেই বসিয়ে দিন।

ধাপ ৫ঃ জন্ম নিবন্ধন তথ্য যাচাই

এখন শেষ পর্যায়ে এসে, আমার রিকমেন্ট থাকবে। আপনি উল্লেখিত ফরমের মধ্যে যেসব তথ্য Fill Up করেছেন সবগুলো ঠিকঠাক আছে কিনা চেক করতে। সুতরাং আপনার জন্ম নিবন্ধন এবং আপনার দেওয়া তথ্যের মধ্যে কোন প্রকার ভুল আছে কিনা মিলিয়ে দেখুন।

কেননা আপনার দেওয়া তথ্য এবং জন্ম নিবন্ধন এর মধ্যে কোন প্রকার missing থাকলে, যাচাই করার সময় এরোর দেখাবে। কেননা জন্ম নিবন্ধন এর উল্লেখিত এই ওয়েবসাইটের Database এর মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলোর সাথে আপনার দেওয়া তথ্য correct দেখাতে হবে।

সর্বশেষেঃ একদম নিচে দুইটা বাটন দেখতে পাবেন সেখান থেকে Search নামে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন ওয়েবসাইট কর্তৃপক্ষ জন্ম নিবন্ধন যাচাই করার পরে সরাসরি সেখান থেকে ডাউনলোড করার জন্য কোন অপশন দেইনি। তবে আমাদের এমন ট্রিকস যারা আছে যেটা ফলো করে, আপনার মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইস দিয়ে ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবেন।

তাহলে চলুন মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইস দিয়ে কিভাবে ডাউনলোড করা যায় এ বিষয়টা জেনে আসি:-

মোবাইল দিয়ে ডাউনলোড

উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী Jonmo nibondhon jachai করার পরে আপনার সামনে কিউআর কোড সম্বলিত জন্ম নিবন্ধনটা দেখা যাবে। তবে হ্যাঁ, আপনার দেওয়া তথ্যের মধ্যে যদি কোন সমস্যা থাকে ‌বা সার্ভার প্রবলেম হয় ‌Record not found লেখা আসবে।

সুতরাং মোবাইল দিয়ে ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার দিয়ে আপনার জন্ম তথ্য যাচাই করুন। যাচাই করার পরে, উপরের ডানপাশের থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তারপর আপনার সামনে নিচের ছবির মত একটা share বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

শেয়ার বাটনে ক্লিক করুন
Click in share button

এখন আপনার সামনে শেয়ার করার জন্য বিভিন্ন অপশন শো করবে। এখান থেকে একদম ডানপাশে Print করার জন্য একটা অপশন পাবেন, সুতরাং যদি জন্ম নিবন্ধন প্রিন্ট করার প্রয়োজন পড়ে সেখান থেকে করে নিতে পারেন। আর যদি প্রিন্টার না থাকে তাহলে আপনার ডিভাইসি সেভ করে রাখতে পারেন।

সেভ করার জন্য হুবহু ‌Print বাটনে ক্লিক করে‌ scroll bar থেকে Save as PDF সিলেক্ট করুন। এখন আপনার সামনে একটা ডাউনলোড এখন শো করবে। সুতরাং নিচের ছবির মত সেই আইকনে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করুন।

পিডিএফ আইকনে ক্লিক করে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করুন
Click download Icon

ল্যাপটপ/কম্পিউটার থেকে ডাউনলোড

আপনি যদি সরাসরি ল্যাপটপ বা কম্পিউটার থেকে জন্ম তথ্য অনুসন্ধান করেন সে ক্ষেত্রে ডাউনলোড করতে আরও অনেক সুবিধা। সে ক্ষেত্রে প্রথমে ১ থেকে ৫ নম্বর স্টেপ ফলো করে জন্ম তথ্য যাচাই করুন। এখন আপনার সামনে স্ক্রিনে যাচাই কপি থাকা অবস্থায় কিবোর্ড থেকে CTRL+P ফ্রেশ করুন। তারপর আপনাকে Save as PDF সিলেক্ট করে কোন একটা ফাইল নির্দেশ করে ডাউনলোড করে নিতে হবে।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধন নাম্বার কালেক্ট করুন। তারপর উপরে দেয়া ফর্মটা পূরণ করুন এবং search বাটনে ক্লিক করে আপনার Jonmo tottho jachai করুন। তবে আপনি যদি মনে করে থাকেন শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ তথ্য দেখবেন তাহলে এই বিষয়টি সম্ভব নয়।

কেননা বাংলাদেশের মধ্যে একই দিনে জন্মগ্রহণ করেছে এমন অনেক শিশু সন্তান আছে। তাই যদি শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যেত তাহলে একজনের জন্ম নিবন্ধন অনুসন্ধান করলে অন্যজনেরটা চলে আসতো (সুতরাং শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করা অসম্ভব)।

জন্ম তথ্য যাচাই

জন্ম তারিখ দিয়ে কি জন্ম নিবন্ধন যাচাই করা যায়?

হ্যাঁ অবশ্যই আপনি আপনার জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই, আপনার জন্ম তারিখের সাথে সাথে জন্ম নিবন্ধন নাম্বারও প্রয়োজন পড়বে। তারপর bdris ওয়েবসাইটে প্রবেশ করে উল্লেখিত তথ্য দুটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন।

জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক কোনটি?

জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করতে আমাদের লিংক https://jonmonibondhonjachai.info (আনঅফিসিয়াল) এটি ইউজ করার পাশাপাশি https://everify.bdris.gov.bd/UBRNVerification এটিও ব্যবহার করতে পারেন।

জন্ম সনদ যাচাই করতে কত টাকা লাগে?

অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করতে কোন রকমের টাকার প্রয়োজন নেই, বরং ফ্রিতে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এটা করা যায়।

মোবাইল দিয়ে কি জন্ম নিবন্ধন তথ্য যাচাই করা যায়?

হ্যাঁ অবশ্যই আপনি আপনার মোবাইল/ল্যাপটপ ইত্যাদি দিয়ে জন্ম নিবন্ধন এর তথ্য যাচাই করতে পারবেন।

উপসংহারঃ পরিশেষে বলে রাখা ভালো যে, আমি আশা করি আপনারা আজকের এই নিবন্ধটি পড়ে অনেক উপকৃত হয়েছেন এবং জন্ম নিবন্ধন যাচাই, ডাউনলোড ইত্যাদি সম্পর্কে জানতে বলেছে। তবে আমার রিকুমেন্ট থাকবে এই আর্টিকেলটি আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয়-স্বজনের কাছে শেয়ার করতে। জন্ম নিবন্ধন রিলেটেড প্রয়োজনীয় সমস্ত বিষয়াদি এই ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। জন্ম নিবন্ধন রিলেটেড যে কোন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন